
এস চৌধুরী,কাপ্তাই(রাঙ্গামাটি)
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শনিবার(১৩ জুন) একদিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে কাপ্তাই স্বাস্থ্যবিভাগ।
৪ জন পুলিশ সদস্য যাদের করোনা পজেটিভ এসেছে তারা ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পে কর্মরত আছেন, একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মচারী, একজন উপজেলা স্থাস্হ্য বিভাগের পরিসংখ্যানবিদ, একজন বড়ইছড়ি কর্নফুলি সরকারি কলেজ এলাকার বাসিন্দা এবং অপর একজন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার করোনায় মৃত নার্স যুবকের পিতা।
কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, গত ৯ জুন তাদের সেম্পল কালেকশন করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল এবং আজ প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত ৪ জন পুলিশ সদস্যকে বর্তমানে পাগলী পাড়ায় পুলিশ ক্যাম্পে আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ জানান, আক্রান্তদের লক্ষন ভালো হওয়ায় তারা স্ব স্ব কর্মস্থল এবং তাদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।
