
—–মুহাম্মদ হুমায়ূন কবীর
ফিরে যাই সেই প্রকৃতির গ্রাম-বাংলায়;
চেনাজানা সেই জনপদে,
সেই বৈচিত্র্যময় পৃথিবীর পায়রার পাড়ে-
সেই ঘন অন্ধকারে,
অাবার নির্জনতা কাটিয়ে যাবো সেই সংকটময় পৃথিবীর দ্বারে-
অাগামীর খোঁজে,
অামরা অাগামীর সূর্যকে কাজে লাগিয়ে,
সব কিছু ভুলে, ফিরে যাবো মানুষের দুয়ারে দুয়ারে।
হে করোনা, তুমি এবার ক্ষান্ত হও!
এবার জিব্রাল্টার ওপারে
নির্জন দ্বীপে ফিরে যাও!
অথবা ব্লাকহোলে ফিরে যাও!
অনেক ধংসযজ্ঞের মাঝে অাবার অামাদের দাড়াতে দাও!
এবার পুঁজিবাদী সমাজটাকে বদলে দাও!
এবার শোষিতের সমাজটাকে বদলে দাও!
এবার সংস্কৃতির নগ্ন সমাজটাকে বদলে দাও!
এবার সমকামীতার পাপে জর্জরিত সমাজটাকে
নিম্পাপ হয়ে দাড়াতে দাও!
এবার বর্ণবাদী সমাজটাকে পুরোপুরি বদলে দাও;
ওরা অাবার ফিরে অাসুক মহা শান্তির পতাকা তলে অাগামী বিশ্বের দুয়ারে।
হে করোনা, এবার তুমি ক্ষান্ত হও!
এবার সেই অবাধ্য
পথিকের পথে কাল হয়ে দাড়াও!
যারা মহা-সত্যের বানী, সেই কন্ঠস্বরকে দাবিয়ে রাখে,
যারা সংখ্যালঘুদের বারবার হত্যা করে,
যারা উগ্রতার বশে মুয়াজ্জিনের অাযানকে থামিয়ে দেয়,
যারা মসজিদ ভেঙ্গে মন্দির বানায়,
যারা রোহিঙ্গাদের হত্যা করে উল্লাস করে,
যারা নিম্পাপ উইঘুরে তান্ডব চালিয়ে বহু মুসলিমকে হত্যা করে,
ওরা সেই সুন্দর ভূখন্ডটিকে গুয়ানতানামো বা অাবু অাল গারিব
কারাগার বানায়ে,
ওরা মারে অাধুনিক মরণ অস্ত্রের টর্চার সেলে,
হে করোনা, এবার তুমি হানা দাও তাঁদের দুয়ারে।।