
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ আজ সকাল ৭.৪৫ ঘটিকায় মওলাহাবাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল খায়রুল ইসলামকে সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন,২০১৮ মতে ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। এখানে বাচ্চাদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না তাদের বসার মাঝে নূন্যতম দূরত্ব।

এছাড়া অদ্য সকালে আরো দুইটি কোচিং সেন্টারকে ১৫০০০( পনের হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাথে ছিলেন।
সংশ্লিষ্টরা জানান এই অভিযান চলমান থাকবে।