
মামুন আলম,নোয়াখালী প্রতিনিধি
সোমবার (১৫ জুন) বাবার মৃত্যুর ৫ ঘন্টা পর দুপুর ১টার দিকে উপজেলার চর জুবিলি ইউয়িনের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে, আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩ ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিডিআরের (বর্তমানে বিজিবি) অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭০) মারা যায়। নিহত সুবেদার চর জুবিলী এলাকার মৃত তোফায়েল আহমেদ’র ছেলে।
পরে পিতার এ মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে নিহতের ছেলে দিদার। পরে তার স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি মৃত্যুকালে ৩ ছেলে সন্তানের জনক ছিলেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন পিতার মৃত্যুর খবর শুনে পুত্রের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।