
লোক সমাজের মানুষ গুলো চেনা বড় দায়,
কোন উদ্দেশ্যে কে বা এসে তোমারে কাঁদায়।
এই জগত শুধু পূর্ণতা পাই স্বার্থপরতাই,
তোমার মনের মূল্য দিবার সত্যি কেহ নাই।
তোমার দুর্বলতার সুযোগ খোঁজে তারা যায়,
তাই তো তুমি এই ঘৃণিত ধরায় শুধু অসহায়।
সকল অবস্থায় তুমি শুধু মোকাবেলা করো একায়,
নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়ানোর কেহ নাই
বলো এইবার তুমি কেন ছুটো – আমায় ?
এই মায়ার জাল বিছানো দুনিয়ায়।
বাস্তবতার দৃষ্টিতে অতীত বর্তমান ভবিষ্যৎ বিবচনায়
যাওয়ার কালে তুমি একা নিঃস্ব সদায়।
তাই তো তোমারে শুধাই –
বাস্তবতা বড় কঠিন শিক্ষা মোদের দিয়ে যায়।