
মাগো আর কতোকাল থাকবো বলো
পথের পানে চেয়ে?
কবে যে মন শান্ত হবে
তোমায় পাশে পেয়ে?
আমায় ছেড়ে একলা-একা,
ভালোই আছো বুঝি?
জানোনা মা তোমায় আমি
কোথায় কোথায় খুঁজি।
তারা হয়ে গেছো নাকি,
চাঁদের দেশে আছো?
রাত্রিবেলা আমায় দেখে,
মিষ্টি কেনো হাসো?
চাঁদের আলো চাইনা আমি,
দূর তারার ঝলকানি।
সকল কিছুর উর্দ্ধে মা,
স্নেহের পরশ জানি।
তাইতো মাগো ফিরে আসতে
করছি অনুরোধ।
আমার করা দুষ্টমির মা
আর নিওনা শোধ।
কখনো আর জ্বালাবোনা,
এইযে ধরছি কান।
এবার তো মা ফিরে আসো,
ছাড়ো অভিমান।
আর তো কোনো তাল-বাহানা
চলবেনা গো মা।
কখনো আর কোথাও তোমায়,
একলা ছাড়বো না।