
সিলেট কোতোয়ালি থানা প্রতিনিধি
সিলেট জেলার গোলাপগঞ্জে দ্বিতীয় শ্রেণির একটি শিশুকে দুইবার ধর্ষণের অভিযোগে কামিল আহমদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার(১৮ জুন) সন্ধ্যায় পুলিশ তাকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামিল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়িনের দক্ষিণ বারকোট গ্রামের সুলেমান মিয়ার ছেলে।
জানা যায়, গ্রেপ্তারকৃত কামিল আহমদ শিশুটির পাশের বাড়ির বাসিন্দা হওয়ার সুবাধে শিশুটির পরিবারের লোকজনের অগোচরে গত ১২ ও ১৫ জুন ওই শিশুটিকে জিম্মি করে দুই দু্ইবার ধর্ষণ করে। ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে না জানানোর জন্য শিশুটিকে কামিল ভয়ভীতি দেখায় কামিল।
শিশুটি ধর্ষণের কথা তার পরিবারের লোকজনকে জানালে তারা কামিল আহমদকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি আমাদের হেফাজতে রয়েছে, রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।