
এবি হান্নানঃ নিজস্ব প্রতিবেদন।
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার (২০ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে তার।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এমপি মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।
ওয়ানডের সফলতম অধিনায়কের করোনা পজেটিভ সংক্রমণ শুরু থেকেই সামনে থেকে লড়ছিলেন মাশরাফি। দেশের প্রথম করোনা মুক্ত জেলা গড়তে সফল হয়েছিনে মাশারাফি। আজ সেই মানুষটি সবাইকে চমকে দিলেন।
দু’দিন ধরেই জ্বর মাশরাফির। সঙ্গে গা ব্যথা ও মাথা ব্যথাও আছে বেশ।
জামিল আহমেদ সানি বলেন, প্রথম নমুনা পরীক্ষায় এমপি মাশরাফি বিন মর্তুজার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার তার নমুনা দেয়া হবে।
এর আগে ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ আসার পর থেকে তার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রিয় মাশরাফি বিন মর্তুজা।