
মামুন আলম, নোয়াখালী:
১নং হরণী ইউনিয়নের, চেয়ারম্যান ঘাটে গত রাত ১০ টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু তাদের মধ্যে একজন খালেদ হাসান তিনি হাতিয়া বাজার গরুর হাটের বিশিষ্ট ব্যবসায়ী অন্য দুই জনের মধ্যে একজন মহিবুল ইসলাম নিপু তিনি চেয়ারম্যান ঘাটের বিশিষ্ট ব্যবসায়ী এবং রহমত উল্লাহ তিনি চানন্দী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আহত ১০ জনেরও বেশি, এ ঘটনায় প্রায় ৩০ টির বেশি দোকান ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। চেয়ারম্যান ঘাটের স্থায়ী বাসিন্দাদের সূত্রমতে জানা যায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন।
আগুনের সুত্রপাত:- নিপুর দোকানের সামনে বিদ্যুৎ এর ট্রান্সফর্মারের উপর থেকে আগুন পড়ে নিচে, তখন নিচে অকটেন লোড আনলোড করতেছিলেন নিপুর দোকানের কর্মচারী, সেই আগুনে নিপুর পুরো দোকানে আগুন ধরে যায়। নিপুর পুরো দোকানে ডিজেল, অকটেনের ড্রাম ভরা ছিল।
আগুন লাগার পরে তাৎক্ষণিক সুবর্ণচর ইউনিটের ফায়ার সার্ভিসকে খবর দেন চেয়ারম্যান ঘাটের বাসিন্দারা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়, এবং প্রায় ২ ঘন্টার অধিক ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় প্রশাসন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে।