
এলো সেই বৃষ্টি
—মুহাম্মদ সৈয়দুল হক
এলো সেই বৃষ্টি
আল্লার মনোরমা নিদারুণ সৃষ্টি।
হুট করে, করে মেঘ
আকাশের গতিবেগ করে দেয় কৃষ্টি,
এলো সেই বৃষ্টি।
রোদ্দুর ঝিকিমিকি
বালিময় চিকমিকি চুবে গেলো দৃষ্টি,
এলো সেই বৃষ্টি।
টিপটিপে জলকণা
এঁকে দেয় আল্পনা লাগে কত মিষ্টি,
এলো সেই বৃষ্টি।
বজ্রের চিৎকারে
কৈ মাছ উঠে পাড়ে পুরে যায় মুষ্টি,
এলো সেই বৃষ্টি।
ব্যাঁ ভোঁ হাঁক ছেড়ে
সারা গ্রাম মাত করে ব্যাঙেদের গোষ্ঠী,
এলো সেই বৃষ্টি।
গাছপালা তরুলতা
পেলো সবে সিক্ততা, তা-তা-থৈ মাটটি,
এলো সেই বৃষ্টি।
টিনচালে ঝুমাঝুম
চোখে রাজ করে ঘুম আহ্ কী যে তুষ্টি,
এলো সেই বৃষ্টি।