
কুষ্টিয়া জেলা প্রতিনিধি, ২৪জুন, ২০২০।। কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং মাস্ক না পরায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ২৪ জুন বুধবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রদত্ত সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৪ টার পরে দোকান খোলা রাখায় এবং মাস্ক না পরায় বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
তিনি কুমারখালী বাজার, পৌরসভা এলাকা, আলাউদ্দিন নগর মোড়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সরকারি আদেশ না মানায় সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ২টি হার্ডওয়্যারের দোকান সহ মোট ৬টি মামলায় ৩ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক সেনাদল এবং পেশকার মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান জানান, জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।