
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী কাজীপাড়া মোড়ে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় বিধ্বস্ত হয়ে গেছে ইজিবাইক । তবে ওই ইজিবাইকে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার বিকেলে বাটিকামারা গ্রামের মাহাতাব শেখের ছেলে ইজিবাইক চালিয়ে কুমারখালী অভিমুখে আসার পথে কাজীপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ধেয়ে আসা বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। এসময় ইজিবাইক থেকে চালক লাফিয়ে পড়ে প্রাণ বাঁচালেও রিকশাটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, ড্রাম ট্রাকের ড্রাইভারকে পাওয়া যায়নি। ইজিবাইক চালক সামান্য আহত হয়েছে। এবং ড্রাম ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।