
আল আমিন মোল্লা,
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
আজ মঙ্গলবার ১৪ জুলাই বিকাল ৩ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার আন্দুলবাড়ীয়া হাইস্কুল ফুটবল মাঠটি পরিস্কার পরিছন্ন ও প্রবেশের রাস্তাটি সংস্কার করেন একদল তরুন।
অত্র এলাকার ছাত্র ও যুবসমাজের খেলাধূলা ও বিনোদনের একটি মাত্র অবলম্বন বাজার সংলগ্ন মাঠটি সময় পেলেই কিশোর, তরুণ ও যুবকেরা ছুটে চলেন মাঠের দিকে। রাস্তা সংস্কার ও পরিস্কার পরিছন্নতায় অংশ নেয় সাংবাদিক মোঃ রাসেদুজ্জামান রাসেদ, মির্জা রাকিব হাসান শান্ত, কাজি শফিকুল ইসলাম, মোল্লা সোহান, সাগর, জিহাদ, প্রতিক, জাহিদ, রনি, আরাফাত, মারুফ, ও মাহাফুজ সহ আরো অনেকে। পরিস্কার পরিছন্ন শেষে সবাই খেলার জন্য তৈরি হন।
এ সময় সাংবাদিক রাসেদ বলেন মাদকামুক্ত সমাজ গঠনে শারারিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নাই ঐতিহ্যবাহী খেলার মাঠটি সংরক্ষণে ও উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।