
কুষ্টিয়ার ভেড়ামারায় জলাবদ্ধতা দূরীকরণে সরকারি ক্যানেলের জমির উপরের স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্তকরণ অভিযান চলছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ধরমপুর ইউনিয়ন এর পাটুয়াকান্দি বাজার সংলগ্ন ২ কিলোমিটার দীর্ঘ ক্যানেল খনন শুরু। উচ্ছেদ অভিযানে ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, ওমর ফারুক ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মারুফ ও ভেড়ামারা থানার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।