
নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষচারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাছির বলেন, “আমরা জীবন ধারণের জন্য যে অক্সিজেন গ্রহণ করি তা সবুজবৃক্ষ ও উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আর আমাদের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে জীবন ও প্রকৃতির মাঝে ভারসাম্য রক্ষা করে বৃক্ষ।
“আজ করোনাকালে আমরা বুঝতে পেরেছি অক্সিজেনের গুরুত্ব কতখানি। করোনা উপসর্গে আক্রান্ত হয়ে যাদের শ্বাসকষ্ট হয়েছিল, তারা অক্সিজেনের জন্য ছটফট করেছেন। অপ্রতুল অক্সিজেনের জন্য অকালে অনেকের প্রাণ ঝড়ে গেছে। তাই আমাদের আবশ্যিক দায়িত্ব ও কর্তব্য হল ব্যাপকভাবে বৃক্ষায়নের মাধ্যমে অক্সিজেন ভাণ্ডারকে সমৃদ্ধ করা।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক যুগ আগে ক্ষমতা গ্রহণকালে জীবন, পরিবেশ ও জলবায়ুর মাঝে ভারসাম্য রক্ষায় বৃক্ষায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ক্ষমতা গ্রহণের সময় এদেশে মোট বনভূমির পরিমাণ ছিল মাত্র ৭ শতাংশ।