
ঈদের বাকি আছে মাত্র একদিন। এরমধ্যে চট্টগ্রামে কোরবানির গরুর জন্য হাহাকার পড়ে গেছে। বাজার গরুশূন্য হয়ে পড়েছে। শেষ মুহূর্তে কোরবানির পশুর জন্য হন্য হয়ে ঘুরছে মানুষ। ছুটছেন একবাজার থেকে অন্য বাজারে। কোথাও কাঙ্খিত গরুর দেখা মিলছে না। যে অল্প সংখ্যক আছে তার দামও চড়া। বাজারে গরুর চেয়ে ক্রেতা বেশি।
মূলত ঈদের এক-দু’দিন আগে কোরবানির পশু কেনেন নগরের বাসিন্দারা। এই সময়ে এবার পশুর সংকট দেখা দেওয়ায় কোরবানি দিতে পারা নিয়ে অনিশ্চয়তায় তারা। বাজার ইজারাদাররা বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর যে বেপারিরা গরু আনেন, তারা করোনা পরিস্থিতির কারণে এবার আসেননি। শুরু থেকে চট্টগ্রাম আর ঢাকায় গরুর বাজার বসা নিয়ে সংশয়ের কারণেও অনেক বেপারি এবার বাজারমুখী হননি। এছাড়া বাজার শুরুর পর থেকে ক্রেতা না পাওয়ায় স্থানীয় বেপারিরা গরু নিয়ে গ্রামের হাটগুলোতে ছুটেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে চট্টগ্রামের বাজারগুলোতে হঠাৎ করে ক্রেতার আধিক্য বাড়ায় বাজারে গরু সংকট শুরু হয়েছে। তবে সংকট মোকাবেলায় ইতিমধ্যে চট্টগ্রামের আশপাশের জেলাগুলোর বেপারিদের গরু নিয়ে আসতে খবর দেওয়া হয়েছে বলে জানান বাজার ইজারাদাররা।