
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার অন্তর্গত ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের হলরুমে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-১৮ প্রাপ্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’র নবগঠিত আনোয়ারা শাখার অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
৩ই আগষ্ট (সোমবার)সকাল ১০টায় স্বপ্নযাত্রী আনোয়ারা শাখার সম্মানিত সভাপতি কাজী আবু ফয়েজের সভাপতিত্বে অর্থ-সম্পাদক মাসুদ খান জুয়েল ও মাহিমা এর উপস্থাপনায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও গীতা পাঠের মাধ্যমে উক্ত আনুষ্ঠান আরম্ভ হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কামাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সোলাইমান চৌধুরী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শফিউল আজম খান, বিশিষ্ট সমাজসেবিকা ও সংরক্ষিত মহিলা ইউ.পি সদস্য উম্মে হাবিবা সাজিয়া সুলতানা, বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল উদ্দিন,স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম মুন্না,রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক ইসতিয়াক আজাদসহ আরো অনেকে।