চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী রওনকভবে পালিত হয়।
৩ই আগষ্ট (সোমবার)বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আরিফ, সহ-সভাপতি এ কে এম মাঈনুদ্দীন, মোহাম্মদ আরিফ উদ্দীন, সৈকত দাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, অর্থ সম্পাদক নুরুল আমিন সিপাত, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মোরশেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বোরহান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহনেওয়াজ নয়ন, ক্রীড়া সম্পাদক মোরশেদুল আলম ফয়সাল, ছাত্র বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন মিশুক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ৭নং আনোয়ারা সদর শাখার সভাপতি রমি বিশ্বাস, সাধারণ সম্পাদক তানজিম হাসেম চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ৫নং বরুমচড়া ইউনিয়ন শাখার আহবায়ক মোহাম্মদ আবদুল গফুর, যুগ্ম আহবায়ক নাঈম উদ্দিন, যুগ্ম আহবায়ক জেবল হোসেন, যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম,
সদস্য মোঃ জমির, সদস্য মোঃ লোকমান, সদস্য মোঃ আরিফ সদস্য মোহাম্মদ বিন রিমন,
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ৯নংপরৈকোড়া ইউনিয়ন শাখার সহসভাপতি অহিদুল আলম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম জুয়েল, যোগেশ চন্দ্র রায় বি এম কলেজ শাখার ঋষিকেশ দাশ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতি নিকেল সিকদার, সাংগঠনিক সম্পাদকঃ রকি নাগ, সাংগঠনিক সম্পাদক( ১) রনি সিকদার, দপ্তর সম্পাদক বিপ্লব দাশ,
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কিরণ নাথ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রান্ত আইচ,
৮নং চাতরী ইউনিয়ন শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ দত্ত, মোঃ রফিক, মঞ্জুর, রানা শীল প্রমুখ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদার
বলেন-প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি যেমনিভাবে আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। অক্সিজেনের প্রধান উৎস হিসেবে গাছ রোপণ করা আমাদের নৈতিক দায়িত্ব।আমরা মুজিব বর্ষ উপলক্ষে টানা ১মাস প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসতেছি।