ইমামে আহলে সুন্নাত কাজী নুরুল ইসলাম হাশেমী(রহ:) ও আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশের প্রয়াত চেয়ারম্যান মুফতি ওবায়দুল হক নঈমী(রহ:) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে চাতরী চৌমুহনী একটি মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী’র সভাপতিত্বে এবং মাওলানা আহম্মদ নূর আলকাদেরীর সঞ্চালনায় উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ মহিউদ্দীন হাশেমী,উপাধ্যক্ষ জুলফিকার চৌধুরী,
অধ্যক্ষ আবদুল খালেক শওকী,
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এস.এম. শাহজাহান, মাষ্টার আবুল হোসেন, অধ্যক্ষ আবদুল গফুর আনোয়ারী,
সাংগঠনিক সম্পা: শাহজাদা আবদুল কাদের চাঁদ মিয়া,ডি আই এম জাহাঙ্গীর,অধ্যক্ষ মুফিজুল আলম,কাজী বদরুজ্জামান নঈমী,হাফেজ আবদুর রহিম,মুফতি কাজী শাকের আহম্মদ চৌধুরী, নাছির সিদ্দীকি, মাষ্টার আবদুল হালিম, মাওলানা মুজিবুর রহমান চিশতি, মাওলানা মোরশেদুল হক, শায়ের আলী জিন্নাহ, কামাল হোসেন, মিজানুর রহমান, নাছির উদ্দীন প্রমুখ।
এতে বক্তারা বলেন- দ্বীন ইসলাম,মাযহাব-মিল্লাতের খেদমতের জন্য ইমাম হাশেমী ও মুফতি নঈমী’র অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দু’জন মনীষী সারাটা জীবন সুন্নিয়তের জন্য উৎসর্গ করেছিলেন।
পরিশেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে স্মরণসভা সমাপ্ত ঘোষণা করা হয়।