
মুহিবুর রহমান দিরাই প্রতিনিধি
এডভোকেট জয়শ্রী দেব বাবলী তিনি কোনও জন প্রতিনিধি না হয়েও ধর্ম-বর্ন, দল-মত নির্বিশেষে প্রতিদিন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষের ঘরে ঘরে। গৃহহীনদের নগদ অর্থ দিচ্ছেন নতুন ঘর নির্মাণের উদ্দেশ্যে।
প্রায় কয়েক সপ্তাহ যাবৎ ত্রাণ বিতরণ করছেন সুনামগঞ্জ সদরসহ বিশ্বম্ভরপুর উপজেলা’য় অসহায় মানুষের মাঝে।
ইতোমধ্যে তিনি রংগারচর ইউনিয়নের হরিনাপাটি, সুরমা ইউনিয়নের অক্ষয় নগর, লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও, গৌরারং ইউনিয়নের বড়ঘাট, কাঠইর ইউনিয়নের কাঠইর গ্রামে নিজ উদ্দ্যোগে শুকনো খাবার ও মাস্ক বিতরন করেন।
ত্রাণ বিতরণ শেষে বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক এডভোকেট জয়শ্রী দেব বাবলী বলেন,
“পানিবন্দী মানুষের মাঝে নিজ উদ্যোগে শুকনো খাদ্যসামগ্রী এবং ওরস্যালাইন বিতরণের পাশাপাশি কোভিড-১৯ থেকে হাওর অঞ্চলের মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে মাস্কও বিতরণ করছি। এবং পরবর্তী সময়েও আমার প্রাণ প্রিয় হাওরবাসীর পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।