
ইসরাইল হুসাইন, ইবি প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্তৃক “সিনিয়র জুনিয়র এক হয়ে, এসো মিলি বন্ধনে”এই স্লোগান সামনে রেখে আয়োজন করা হয় গেট টুগেদার অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রত্যেক সেশনের পক্ষ থেকে ২জন করে শিক্ষার্থী।এবং আরও বক্তব্য রাখেন অনেক সিনিয়র কিছু শিক্ষার্থীরা যারা বর্তমানে বিভিন্ন সম্মানজনক পেশায় কর্মরত আছেন।
সকলের অভিমতই হলো তারা আজীবন এমন বন্ধনে আবদ্ধ থাকতে চায়।