
রিপোর্ট – মোঃ তারেক হাসান তালুকদার বিয়ানীবাজার থানা প্রতি নিধি সিলেট,
সিলেট বিয়ানীবাজার থানা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের তরুণদের সংঠনের দায়িত্ব দিগতো দিন দূরে চালিয়েছে যাচ্ছেন সংঠনে প্রতিষ্টাতা সভাপতি শাব্বির রহমান, ও সহযোগীরা সবাইকে নিয়ে মানবতার সেবা কাজ চাইয়ে যাচ্ছেন, স্থায়ী সদস্য সহ পরিচালনা কোমেটির, কাওসার আহমেদ, শরীফুল ইসলাম, তামির আহমেদ, তারেক হাসান সহ সকল নেতৃেবৃন্দ নিয়ে আজ সভাপতি সাব্বির রহমানের জন্মদিন পালনের বিষয়টি নিশ্চিত করে, শুভকামনা ভবিষ্যতের আগমী পথ চলো আরো যেনো সুন্দর ময় হউক, শুভেচ্ছান্তে ইউনাইটেড সোসাইটি
দূরে থেকে গজুকাটা ইউনাইটেড সোসাইটি সভাপতি ও ছাত্রনেতা শাব্বির রহমান জানান …
সবাইকে ধন্যবাদ না জানালে স্বয়ং সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবে না। সত্যি কথা বলতে গত ২৬ বছরের মধ্যে আমার জীবনের অন্যতম সেরা একটি দিন ছিল আজ । আমার মতো তুচ্ছ একটা মানুষ আসলে এত পরিমান ভালোবাসা ডিসার্ভ করে না। ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পর থেকেই এত পরিমান ম্যাসেজ,পোষ্ট আর ফোন কল দেখে সত্যি বলতে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, এক জন্মদিনেই ৪ জায়গায় ৪টা কেক কাটলাম। এগুলা তো আসলে বলতে গেলে স্বাভাবিক ট্রেন্ড। তবে আমার প্রতি সবার এত ভালোবাসা আর স্নেহের প্রতিদান আমি দিতে পারবো না কখনোই। দোয়া করবেন সবাই এভাবেই যেন সবসময় সবার প্রিয় হয়ে থাকতে পারি, সবার গর্বের কারন হতে পারি।
‘নিঃস্ব আমি, রিক্ত আমি দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই’।
সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ
সভাপতি শাব্বির রহমান
গজুকাটা ইউনাইটেড সোসাইটি
সিলেট জেলা ছাত্রলীগ কর্মী