
আল আমি মোল্লা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় বাঁকা ইউনিয়নে মাসুদ রানা ( ২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত যুবক মাসুদ রানা উপজেলার বাঁকা মাঠপাড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার সৈয়দ হোসেনের ছেলে।
আর এ বিষয়ে নিহত মাসুদের চাচাতো ভাই মহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে শুয়ে থাকে। শুক্রবার সকাল ৯ টার দিকে মাসুদের ঘুম থেকে উঠতে দেড়ি দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে ঘর থেকে কোনো সাড়া না পায়নি। পরে দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে দেখে ঘরের সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে ঘরের দরজার ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
আত্মহত্যার কারণ সঠিক কোনো কারণ বুঝতে পারছি না। তবে মাসুদ ছোটবেলা থেকেই একটু মানসিক রোগী ছিলো। কারনে অকারণেই হুটহাট রেগে যেতো খিটখিটে মেজাজের ছিলো।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার ব্যাপারে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেও থানায় যোগাযোগ করেনি। সংবাদটি আপনার মাধ্যমেই জানতে পারলাম। ঘটনার বিস্তারিত জানার জন্য থানা থেকে ঘটনাস্থলে অফিসার পাঠাচ্ছি।