
মুহাম্মদ আমজাদ হোসেন-আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত ৯নং পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন নামক গ্রামে এক আধ্যাত্নিক সাধক শায়িত আছেন। উঁনার নাম ছিল হযরত শাহ আলী রজা (রহ:)-(উক্ত নাম তাহাঁর মায়ের দেওয়া) উপনাম ছিল কানু শাহ্ (রহ:)-(তাহাঁর পীরের দেওয়া বা মহাব্বাত করে ডাকা নাম) তিনি ১৭৫৯ ইংরেজী, ১১৬৫ বাংলা ১৭ ই শ্রাবণ পূর্বের গর্ন্তব্য জোয়ার (বর্তমান ওষখাইন গ্রাম) জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম- হযরত নবাব খাজা শেখ মোহাম্মদ সাছি মিয়া (রহ:)।
তিনি খলিফাতুল মুসলেমিন হযরত আবু বক্কর ছিদ্দিক (রদ্বি:)বংশধর. মাতা:- হযরত সৈয়্যদা জুবাইদা খানম প্রকাশ পরান বিবি (রহ:)। তিনি সৈয়্যদেনা হযরত ইমাম হোসাইন (রদ্বি:) বংশধর। হযরত শাহ্ ছুফি আলী রজা ওরফে কানু শাহ্ (রহঃ) ৩৬বছর সাধনা করেন, তার মধ্যে ২৪ বছর বন এবং পাহাড়ে পর্বতে, ১২বছর নিজ গৃহে। তাহার পীর ছিলেন- হযরত শাহ কেয়ামুদ্দীন আউলিয়া (রহ:)। ★কানু শাহ্ (রহঃ) পুত্র গণঃ *হযরত শাহ্ আমিন উল্লাহ মিয়া (রহ:) *হযরত শাহ্ এরশাদ উল্লাহ মিয়া (রহ:) *হযরত শাহ্ শর্ফত উল্লাহ মিয়া (রহ:) *হযরত শাহ্ মনির উল্লাহ মিয়া (রহ:) *হযরত শাহ্ আব্দুল খালেক মিয়া (রহ:)-(তিনি অপ্রাপ্ত বয়সে ইন্তেকাল করেন) * শাহ্ আলী রজা যে সমস্ত ভাষায় কিতাব রচনা করেন তন্মধ্যে – আরবী, ফার্সী, উর্দু, পালি, সাংস্কৃতি, দেবনগরী, মধুরামী, প্রাচীন পুঁথি বিদ্যা, জ্যোতিষ বিদ্যা,নাগরী বিদ্যা ও বাংলা সহ ৩৬টি ভাষায় পারদর্শী এবং কিতাব রচনা করেন বলে বাবাজানের কিতাবে পাওয়া যায়।শাহ্ আলী রজা যে সমস্ত বিষয়ে কিতাব রচনা করেন:- ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারেফত, ইলমে হাকিকত, তাসাউফ, চিকিৎসা শাস্ত্র, আমলিয়াত তাবিজাত,সহ ১ হাজারের অধিক দাওয়াত রচনা,৭শতের অধিক মারফতি গজল রচনা করেন। * যারা শাহ্ আলী রজা নিয়ে গবেষণা করেছেন:- *ড.জি কে সিন-(কলম্বিয়ার নাগরিক আমেরিকান গবেষক) *ড. মুহাম্মদ শহিদুল্লাহ *আব্দুল করিম সাহিত্য বিশারদ *ড. এনামুল হক *ড.আহমদ শরীফ *আহমদ ছফা *ড.সাইয়মন জাকারিয়া *সাংবাদিক নাছির উদ্দীন হায়দার *সাংবাদিক ইতিহাসবিদ জনাব জামাল উদ্দীন *লোকগবেষক শামসুল আরেফিন *আল্লামা শাহনেওয়াজ হাসানী সহ আরও অনেকে
যে সমস্ত স্থানে বাবাজানকে নিয়ে গবেষণা করা হয়েছে এবং হস্ত লিখিত কিতাব রক্ষিত আছে :- *আমেরিকার সিকাগু ইউনিভার্সিটি-(বাবজানের লিখিত কিতাব জ্ঞান সাগর উক্ত ইউনিভার্সিটি থেকে ১৯৯৪সালে ইংরেজী “দ্যা ওসান অফ লাভ” নামে সর্বপ্রথম প্রকাশিত এবং পড়ানো হয়) *সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি-(বাবজানের লিখিত কিতাব জ্ঞান সাগর উক্ত ইউনিভার্সিটি থেকে ইংরেজী “দ্যা ওসান অফ লাভ” নামে প্রকাশিত এবং পড়ানো হয়) *কলকাতা যাদু ঘর *কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ *বাংলা একাডেমী *ঢাকা ইউনিভার্সিটি *চট্টগ্রাম ইউনিভার্সিটি *রাজশাহী ইউনিভার্সিটি *বরেন্দ্র মিউজিয়াম রাজশাহী (বিঃদ্র-১৯৬৬/৬৭ সালে বাবাজানের লিখিত কবিতা “মনের মহিমা” বাংলাদেশের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ সূচীর অন্তরভুক্ত ছিল) * ওফাত :-হযরত শাহ্ আলী রজা (রাঃ) ১৮৩৭ ইংরেজী রোজ বুধবার ৭৮ বছর বয়সে নশ্বর পৃথিবী ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যান।